স্টিভের অবিস্মরণীয় দুই ইনিংসের প্রশংসায় দুই অধিনায়ক

< 1 - মিনিট |

চলতি অ্যাশেজের তিনটি টেস্টের পাঁচটি ইনিংসে ব্যাট হাতে মাঠে নেমে স্মিথ ইতিমধ্যেই ১৩৪.২০ গড়ে ৬৭১ রান সংগ্রহ করেছেন

কে আর সি টাইমস ডেস্ক

ওল্ড ট্র্যাফোর্ডের ইংল্যান্ডের বিরুদ্ধে অবিস্মরণীয় দুই ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন স্টিভ স্মিথ৷ তার পরেই প্রাক্তন অজি অধিনায়কের ভূয়সী প্রশংসা করে টিম পেইন বলেন যে, তাঁর দেখা সেরা ক্রিকেটার হলেন স্টিভ স্মিথ৷ ওল্ড ট্র্যাফোর্ডের দুই ইনিংসে ২১১ ও ৮২ রানের দু’টি অবিস্মরণীয় ইনিংস উপহার দেন স্টিভ স্মিথ৷

চলতি অ্যাশেজের তিনটি টেস্টের পাঁচটি ইনিংসে ব্যাট হাতে মাঠে নেমে স্মিথ ইতিমধ্যেই ১৩৪.২০ গড়ে ৬৭১ রান সংগ্রহ করেছেন৷ একটি ডাবল সেঞ্চুরিসহ মোট তিনটি তিন শতরান করেছেন তিনি৷ হাফসেঞ্চুরি করেছেন দু’টি৷ তাঁর ব্যক্তিগত ইনিংসগুলি যথাক্রমে ১৪৪, ১৪২, ৯২, ২১১ ও ৮২ রানের৷ স্বাভাবিকভাবেই এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি৷

অন্যদিকে ইংল্যান্ড অধিনায়ক জো রুটও প্রকারান্তরে স্মিথের প্রশংসা করেন ম্যাঞ্চেস্টারে হারের পর৷ রুট বলেন যে, স্মিথই দু’দলের মধ্যে তফাৎ গড়ে দিয়ে যাচ্ছেন৷ স্মিথকে বাদ দিলে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দলের মধ্যে বিশেষ কোনও ফারাক নেই৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news