ইউএস ওপেনে জয় বিয়াঙ্কার, স্বপ্ন অধরা সেরেনার

< 1 - মিনিট |

সেরেনার ডাবল ফল্টের সুযোগ নিয়ে প্রথম সেটে ৪-২ ব্যবধানে লিড নেন কানাডিয়ান। পিছিয়ে থাকা অবস্থায় এস ও বিধ্বংসী গ্রাউন্ডস্ট্রোকে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন সেরেনা। কিন্তু সেই সুযোগ খুব একটা প্রশস্ত হতে দেননি বিয়াঙ্কা

কে আর সি টাইমস ডেস্ক

গতবারের পর এবারও ইউএস ওপেনের ফাইনালে স্বপ্নভঙ্গ মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের। কানাডার বিয়াঙ্কা আন্দ্রেস্কুর কাছে ৩-৬, ৫-৭ স্ট্রেট সেটে হারতে হল তাঁকে। সেরেনাকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেলেন বছর ১৯-এর বিয়াঙ্কা।
গত ইউএস ওপেনে নাওমি ওসাকার কাছে হারতে হয়েছিল সেরেনাকে। এবার হারতে হল কানাডার বিয়াঙ্কার কাছে। কেরিয়ারের প্রথম মেজর ফাইনালে শুরু থেকেই সেরেনার উপর চাপ সৃষ্টি করতে থাকেন বিয়াঙ্কা।

সেরেনার ডাবল ফল্টের সুযোগ নিয়ে প্রথম সেটে ৪-২ ব্যবধানে লিড নেন কানাডিয়ান। পিছিয়ে থাকা অবস্থায় এস ও বিধ্বংসী গ্রাউন্ডস্ট্রোকে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন সেরেনা। কিন্তু সেই সুযোগ খুব একটা প্রশস্ত হতে দেননি বিয়াঙ্কা। সেরেনাকে দাঁড় করিয়ে শেষ দু’টি গেম জিতে নেন প্রথমবার কোনও মেজর ফাইনালে পা রাখা বিয়াঙ্কা। সেইসঙ্গে ৬-৩ ব্যবধানে প্রথম সেট মুঠোয় পুড়ে নেন কানাডিয়ান তরুণী। মাত্র ১৭ বছর বয়সে এই যুক্তরাষ্ট্র ওপেনেই কেরিয়ারের প্রথম মেজর জিতেছিলেন সেরেনা। বিশ বছর বাদে শনিবার সেখানেই মার্কিন তারকার কাছে ছিল মার্গারেট কোর্টের সর্বাধিক মেজর জয়ের রেকর্ড স্পর্শ করার হাতছানি। কিন্তু কানাডিয়ান তারকার অসাধারণ টেনিস দক্ষতার কাছে অবশেষে হার মানতে হল সেরেনাকে। চোট আঘাতে জর্জরিত সেরেনা আর কতদিন টেনিস খেলতে পারবেন তা নিয়েও উঠেছে প্রশ্ন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news