ইউএস ওপেনে জয়ী নাদাল

< 1 - মিনিট |

ট্রফি জেতার পর নাদাল বলেন, ‘আমার টেনিস কেরিয়ারের সবচেয়ে আগেবঘন মুহূর্ত| একটা দুর্দান্ত ফাইনাল হল| অসাধারণ একটা ম্যাচ|’

কে আর সি টাইমস ডেস্ক

স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদালের দখলেই চলে এল ২০১৯ যুক্তরাষ্ট্র ওপেন ট্রফি| আর্থার অ্যাশ স্টেডিয়ামে দীর্ঘ ৪ ঘন্টা ৪০ মিনিটের লড়াইয়ের পর রাশিয়ার দানিল মেদভেদেভকে হারিয়ে দিলেন ৩৩ বছর বয়সি স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল| দানিল মেদভেদেভকে ৭-৫, ৬-৩, ৫-৭, ৪-৬ এবং ৬-৪ ব্যবধানে পরাজিত করে যুক্তরাষ্ট্র ওপেন ট্রফি জয়ী হয়েছেন রাফায়েল|

ট্রফি জেতার পর নাদাল বলেন, ‘আমার টেনিস কেরিয়ারের সবচেয়ে আগেবঘন মুহূর্ত| একটা দুর্দান্ত ফাইনাল হল| অসাধারণ একটা ম্যাচ|’ শেষ বারোটা ইউএস ওপেনে প্রতিবারই ট্রফি জিতেছে রজার, নাদাল অথবা জোকার|এবারও অন্যথা হল না| ২০১৯ ইউএস ওপেন জয়ী হলেন নাদাল| ফলে, রজার ফেডেরারের দখলে রয়েছে পাঁচটি ইউএস ওপেন, জোকারের দখলে তিনটি এবং নাদালের দখলে এল চারটি খেতাব|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news