কাছাড়ের প্রাথমিক শিক্ষা বিভাগের অধীনস্থ শিক্ষক গন অনেক ক্ষেত্রে তাঁদের পেনসন অবসর গ্রহনের সঙ্গে সঙ্গে পান না বলে অভিযোগ

< 1 - মিনিট |

আগামী ছয় মাসের মধ্যে যারা অবসর গ্রহণ করবেন -তারা পেনসন ভবনে যোগাযোগ করলে সংস্থা তাদের সহায়তা করবে-হারাণ দে

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর : কাছাড়ের প্রাথমিক শিক্ষা বিভাগের অধীনস্থ শিক্ষক গন অনেক ক্ষেত্রে তাঁদের পেনসন অবসর গ্রহনের সঙ্গে সঙ্গে পান না বলে অভিযোগ উঠেছে। কাছাড় থেকে সার্ভিস বুক ইত্যাদি ত্রুটি মুক্ত অবস্থায় দিশপুরে না পাঠানোর দরুনই শিক্ষক গন এই পেনসন যথা সময়ে পান না বলে অভিযোগে প্রকাশ।এবিষয়টি শিলচরের সরকারী পেনসনারস সংস্থার নজরে আসায় সংস্থা নড়েচড়ে বসেছে। এর পরিপ্রেক্ষিতে সংস্থাটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারাণ দে সাংবাদিক দের বলেছেন যে আগামী ছয় মাসের মধ্যে যারা অবসর গ্রহণ করবেন -তারা পেনসন ভবনে যোগাযোগ করলে সংস্থা তাদের সহায়তা করবে। হারাণ বাবু বলেন যে সরকারি পেনসনারস সংস্থার কার্যালয় প্রত্যেক বৃহস্পতিবার বেলা এগারটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে। এছাড়া প্রয়োজনে অনুসারে সংস্থার সভাপতি র সঙ্গে ফোনেও যোগাযোগ করা যাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *