দ্বিতীয় দিন শেষে ৬১ নটআউট পাপালি
আন্তর্জাতিক ম্যাচে শেষবার মাঠে নেমেছিলেন ২০১৮ সালের ৫ জানুয়ারি৷ ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টে নিউল্যান্ডসের সোই ম্যাচে চোট পাওয়ার ১৯ মাস পর আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেই শিলিগুড়ির পাপালি বুঝিয়ে দিলেন এখনও তাঁর উপর ভরসা রাখা যায়৷ ওয়েস্ট ইন্ডিজ-এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টে ভারতীয়-এ দলের হয়ে যথাযত ভাবে উইকেটরক্ষার পর ব্যাট হাতেও যথেষ্ট সপ্রতিভ ঋদ্ধিমান সাহা৷ বুঝিয়ে দিলেন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে অভিযান শুরুর জন্য পুরোপুরি প্রস্তুত তিনি৷
ওয়েস্ট ইন্ডিজ-এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টের ম্যাচের রাশ প্রথম দিনেই নিজেদের হাতে নিয়ে নিয়েছিল হনুমা বিহারীর নেতৃত্বাধীন ভারতীয়-এ দল৷ অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৬৬.৫ ওভারে ২২৮ রানে অলআউট হয়ে যায়৷ জবাবে ব্যাট করতে নেমে ভারত ২২ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৭০ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে৷ ৯ উইকেট হাতে নিয়ে ক্যারিবিয়ানদের তুলনায় ১৫৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয দিন শুরু করে৷ প্রিয়াঙ্ক পাঞ্চাল (৪৯) ও শুভমান গিল (৪০) শুরুটা ভাল করলেও কেএস ভরত (০)ও অধিনায়ক হনুমা (৩১) পরপর আউট হয়ে যাওয়ায় ভারতের রান দাঁড়ায় পাঁচ উইকেট হারিয়ে ১৬৮৷ এরপর সপ্তম উইকেটে অলরাউন্ডার শিবম দুবেকে নিয়ে ১২৪ রান যোগ করেন ঋদ্ধি৷ দুবে ৭১ রান করে আউট হলেও ব্যক্তিগত ৬১ রানে অপরাজিত রয়েছেন সাহা৷ দ্বিতীয় দিনে সাকুল্যে ৭৭ ওভার খেলা হয়৷ সেই ৭৭ ওভারে ৭ উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে আরও ২২৯ রান যোগ করে ভারত৷ অর্থাৎ দ্বিতীয় দিনের শেষ ভারত-এ ৯৯ ওভারে ৮ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ২৯৯ রান তুলে ওয়েস্ট ইন্ডিজের থেকে প্রথম ৭১ রানে এগিয়ে রয়েছে৷
ওয়েস্ট ইন্ডিজ-এ দলের হয়ে মিগুয়েল কামিন্স ৩৬ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন৷ ২টি করে উইকেট নিয়েছেন ওয়ারিকান ও কর্নওয়াল৷ ১টি উইকেট চেমার হোল্ডারের৷ রোস্টন চেস ও শেরমন লুইস ১০ ওভার করে হাত ঘুরিয়েও কোনও উইকেট তুলতে পারেননি৷