এবার থেকে কাশ্মীরে জমি বাড়ি কিনতে পারবেন ভিন রাজ্যবাসী
- ৩৭০ ধারা প্রত্যাহারের ফলে জম্মু-কাশ্মীর এবং লাদাখে সাধারণ আইন প্রতিষ্ঠিত হবে, যা দেশের বাকি রাজ্যগুলিতে প্রতিষ্ঠিত৷
- জম্মু-কাশ্মীর ও লাদাখে এবার থেকে জমি বা বাড়ির মত সম্পত্তি কিনতে পারবেন দেশের অন্যান্য রাজ্যের যে কোনও ব্যক্তি৷
- জম্মু-কাশ্মীরে এবার সরকারি চাকরি পেতে পারবেন ভিন রাজ্যের মানুষও৷
- জম্মু-কাশ্মীর ও লাদাখের মহিলারা অন্য রাজ্যের বাসিন্দাকে বিয়ে করলে, তাঁরা অধিকার হারাবেন না৷
- জম্মু-কাশ্মীরের জন্য কোনও আলাদা পতাকা থাকবে না৷ এবার থেকে ভারতের জাতীয় পতাকার তলায় চলে এল জম্মু কাশ্মীর৷
- ৩৭০ ধারা প্রত্যাহারের ফলে এবার থেকে জম্মু, কাশ্মীর, লাদাখের প্রতিরক্ষা, বিদেশনীতি, অর্থ ও যোগাযোগ সংক্রান্ত ক্ষেত্রে কেন্দ্র সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত হবে৷
- কেন্দ্রের হাতে এবার কাশ্মীরে আর্থিক জরুরি অবস্থা জারির ক্ষমতা এল৷