ওডিশায় লাইনচ্যুত মুম্বই-ভুবনেশ্বর লোকমান্য তিলক এক্সপ্রেস, আহত ২০ যাত্রী

< 1 - মিনিট |

সালাগাঁও এবং নেরগুন্ডির মাঝে মালগাড়ির গার্ড ভ্যানে ধাক্কা মারার পরই লাইনচ্যুত হয়ে যায় সুপারফাস্ট মুম্বই-ভুবনেশ্বর লোকমান্য তিলক এক্সপ্রেস (এলটিটি)-এর আটটি কামরা।

কে আর সি টাইমস ডেস্ক

ওডিশার কটকে লাইনচ্যুত হয়ে গেল মুম্বই-ভুবনেশ্বর লোকমান্য তিলক এক্সপ্রেস (এলটিটি)। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ কটকের নেরগুন্ডি রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় মুম্বই-ভুবনেশ্বর লোকমান্য তিলক এক্সপ্রেস (এলটিটি)-এর আটটি কামরা। সকাল সাতটা নাগাদ সালাগাঁও এবং নেরগুন্ডির মাঝে মালগাড়ির গার্ড ভ্যানে ধাক্কা মারার পরই লাইনচ্যুত হয়ে যায় সুপারফাস্ট মুম্বই-ভুবনেশ্বর লোকমান্য তিলক এক্সপ্রেস (এলটিটি)-এর আটটি কামরা। এই রেল দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী। তাঁদের মধ্যে ৫ জন যাত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সঙ্কটজনক অবস্থায় ৫ জন যাত্রীকে উদ্ধার করার পর এম্বুলেন্সে করে এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পূর্ব উপকূল রেল সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ সালাগাঁও এবং নেরগুন্ডির মাঝে মালগাড়ির গার্ড ভ্যানে ধাক্কা মারার পরই লাইনচ্যুত হয়ে যায় সুপারফাস্ট মুম্বই-ভুবনেশ্বর লোকমান্য তিলক এক্সপ্রেস (এলটিটি)-এর আটটি কামরা। প্রথমে পাঁচটি কামরা রেল লাইন থেকে মাটিতে নেমে যায়, তারপর আরও তিনটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনাগ্রস্ত বি ১ কামরার ২৬ নম্বরে সিটে বসেছিলেন প্রভু ত্রিপাঠি নামে একজন যাত্রী। তিনিই সর্বপ্রথম টুইট করে সাহায্য চান। কিছুক্ষনের মধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ কর্তারা। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের কামরা থেকে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

পূর্ব উপকূল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (পিআরও) জে পি মিশ্র জানিয়েছেন, এই রেল দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী। তাঁদের মধ্যে ৫ জন যাত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সঙ্কটজনক অবস্থায় ৫ জন যাত্রীকে এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১৫ জন যাত্রী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। পূর্ব উপকূল রেলের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বর হল-০৬৭৪-১০৭২ এবং ০৬৭১-১০৭২। কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল সুপারফাস্ট মুম্বই-ভুবনেশ্বর লোকমান্য তিলক এক্সপ্রেস (এলটিটি), তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে রেল কর্তাদের অনুমান, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাবেই বেলাইন হয়েছে মুম্বই-ভুবনেশ্বর লোকমান্য তিলক এক্সপ্রেস (এলটিটি)।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news